Loading..

সফলতার গল্প

২৭ জুন, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

পথ দেখালো প্রকৃতি কন্যা

আমি রুপা মল্লিক রুপু, খাগড়াছড়ি সদরে অবস্থিত টি এন্ড টি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে কর্মরত আছি।


সেই ২০১১ সালে যখন প্রথম শিক্ষকতা পেশায় আসি, তখন কাজের স্বীকৃতি পাওয়া বা নিজেকে সমৃদ্ধ করার বিষয়টা কখনও ওভাবে ভাবা হয়নি। একজন নারী হিসেবে প্রথমত নিজের পরিবার সামলানো তারপর চাকুরিটা সঠিকভাবে করার বিষয়টুকুনই প্রাধান্য দিতাম বেশি।


২০১৯ সালে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ পাওয়ার পর শিক্ষক বাতায়ন নামক বন্ধুর সাথে পরিচয় ঘটে। নিজের অনেক পরিচিত মেধাবী শিক্ষকদের এটুআই কর্তৃক পরিচালিত শিক্ষক বাতায়নে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হওয়ার বিষয়টি আমার নজর কাড়ে। অন্যদের এতো সুন্দর কনটেন্ট ও সেরা হওয়ার বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করতো।

আমি স্বপ্ন দেখতে শুরু করি আর তখন থেকেই ইচ্ছে জাগে নিজেকে শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে  দেখবার।


শুরু হয় নির্ঘুম রাত জেগে কনটেন্ট তৈরি করা আর বাতায়নে আপলোড করা। সারাদিনের সকল ব্যস্ততা শেষে এভাবে গভীর রাত পর্যন্ত কাজ করতে আমার একটুও কষ্ট হয়নি। আমি শুধু ভাবতাম, আমার এই প্রকৃতি কন্যা খাগড়াছড়ি থেকে আমি যেন সারাদেশে নিজেকে প্রকাশ করতে পারি।


অবশেষে এলো সেই শুভ দিনটি! বাতায়নের আকাশে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে উড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাও কীনা আবার সেই ২০১৯ সালেই। হাজারো শিক্ষকের শূভেচ্ছা পেয়ে আমি মুগ্ধ হয়েছিলাম। ২০২০ সালে শিক্ষক বাতায়নে কাজের স্বীকৃতি স্বরুপ এটুআই কর্তৃক খাগড়াছড়ি জেলার অ্যাম্বাসেডর শিক্ষক হওয়ার গৌরব অর্জন করি।


এরপর করোনাকালীন সময়ে সারাদেশের অনেক অনেক মেধাবী শিক্ষকের মত নিজেও চেষ্টা করি নিজ বিদ্যালয় তথা দেশের সকল শিক্ষার্থীর জন্য অনলাইনে ক্লাস উপহার দিতে। সেটাও সারাদেশে আমার পরিচিতির ব্যাপ্তি ঘটায় আরো বেশি।


এবার স্বপ্ন দেখি পাহাড়ের সুউচ্চ চূড়ায় যদি এত সুন্দর বুনো ফুল ফোটে তবে আমি কেন চেষ্টা করবো না? আমি কেন আরও এগিয়ে যাব না। এইসব ভাবনার পথ ধরেই ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলাম।


একই বছর আরেকটি স্বপ্ন পূরণ হলো, আমি শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক হওয়ার স্বীকৃতি অর্জন করি। এই বছরটি জুড়ে ছিল আমার অনেক প্রাপ্তি। পাহাড়ী অরণ্যে ঘেরা খাগড়াছড়ি জেলা থেকেও দেশের শত মেধাবী শিক্ষকের মত আমিও সুযোগ পেয়েছি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে কাজ করার, যার সুবাধে সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হয় আমার অনেক গুলো ভিডিও ও অডিও ক্লাস


এই দুর্গম পাহাড়ি জেলায় বসবাস করে কোন কাজ করা সহজ হবেনা- এটা ভাবার কোন সুযোগ নেই। পাহাড় আমাকে সামনে এগিয়ে যাবার রাস্তা দেখিয়েছে। শিক্ষক বাতায়ন আমাকে চেষ্টা চালিয়ে যাবার প্রেরণা দিয়েছে, আমার পরিবার আমার সকল কাজের শক্তি দিয়েছে, আর সবসময় সকল কাজে যেসকল সম্মানিত শিক্ষক ও সহকর্মীগণ পাশে থেকে সাহস যুগিয়েছেন – তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।


এভাবেই যেন এগিয়ে যেতে পারি দূর বহুদূর, সেই প্রার্থনাই মহান রবের কাছে। 

 

রুপা মল্লিক রুপু

সহকারি শিক্ষক

টি এন্ড টি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি ।

 

আরো দেখুন