Loading..

সফলতার গল্প

চায়ের দেশের ঘ্রাণ ! এখন বাংলাদেশের প্রাণ !!
article

আমি  মো: ইনাম উল্লা খান, মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। 


ছোটবেলা থেকেই শিক্ষা নিয়ে কাজ করার অদম্য ইচ্ছা ছিলো, আলহামদুলিল্লাহ, শিক্ষকতায় যোগদানের পর থেকে শিক্ষা নিয়ে অনেক কাজ করেছি। কাজ করতে গিয়ে শিক্ষকতা জীবনের অনেক সাফল্যও পেয়েছি। বিশেষ করে ২০২২ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছি, এরপর Covid-19  School Sector Response (CSSR) প্রজেক্টে সংসদ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রাথমিকে ইংরেজি বিষয়ের পাঠদানের জন্য সিলেট বিভাগের একমাত্র শিক্ষক হিসেবে মনোনিত হয়েছিলাম।সংসদ টেলিভিশনে আমার ৩৩টি ইংরেজি ক্লাস রয়েছে এবং বাংলাদেশ বেতারে আমার ২১টি ক্লাস আপলোড করা আছে যা ডিজিটাল প্লাটফর্মে শিশুদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। 


আমার লেখা একক কবিতার বই "সৃজন" ২০২২ সালে প্রকাশিত হয়েছে যা একুশে বইমেলায় ইচ্ছে স্বপ্ন প্রকাশনীর স্টলে সরবরাহ করা হয়। তাছাড়া আমার সম্পাদনায় যৌথ কবিতার বই "স্বপ্ন বুননের কাব্য যাত্রা" প্রকাশিত হয়। আমি আমার উপজেলায় প্রথম আইসিটি এম্বাসেডর হিসেবে মনোনীত হই। প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) কর্তৃক প্রকাশিত "প্রাথমিক শিক্ষা বার্তা ২০২২" এ আমার লেখা প্রকাশিত হয়।সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনে "Department of Archive and Library" এর কর্ণারে লেখক হিসাবে তালিকাভুক্ত হয়েছি। Inam's Teaching নামে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন শিক্ষামূলক ক্লাস আপলোড করা হয়। সর্বশেষ প্রাপ্তির মধ্যে  "দেশসেরা উদ্ভাবক" যোগ হলো। আমার উদ্ভাবনী আইডিয়ার মধ্যে উল্লেখযোগ্য হলো: "ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ" যার স্লোগান হচ্ছে (ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ নেবো, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করবো)  এবং "Teacher's Assistant" (In this education's land, I am the helping hand ) তন্মধ্যে ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ  এই উদ্ভাবনী আইডিয়ার উপর ভিত্তি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আমাকে পুরষ্কৃত করেছিলেন।


শিক্ষক ও শিক্ষা নিয়ে কাজ করতে ভালোলাগা, এ  প্রত্যয় নিয়ে নিজেকে আত্মনিয়োগ করেছি। আমার প্রত্যাশা এ উদ্ভাবনগুলো বাংলাদেশের শিক্ষা উন্নয়নে অবদান রাখবে।


মোঃ ইনাম উল্লা খান

সহকারী শিক্ষক

ষাঁড়ের গজ সরকারি প্রাথমিক বিদ্যালয়

মন্তব্য করুন