Loading..

ডিজাইন থিংকিং

ক্রিয়েটিভ ডিজাইন অভিধাটি আপাতদৃষ্টিতে শিল্পকলা সংশ্লিষ্ট বিষয় মনে হলেও এটি মূলত একধরণের মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। যে কোনো ডিজাইন তখনই ক্রিয়েটিভ হয়ে ওঠে যখন সেটি সহজ, বোধগম্য এবং সার্বজনীন সুবিধা এবং ঐক্য সৃষ্টি করতে পারে। এটি এক ধরণের মনোভঙ্গি, সৃষ্টিশীলতার মাধ্যমে সমস্যা সমাধানের পরিকল্পনা করা ডিজাইন থিংকিং এর মূল প্রতিপাদ্য । এর মাধ্যমে কর্পোরেট সেক্টর এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়নে ও বিভিন্ন সমস্যা সমাধানে সৃষ্টিশীলতা চর্চার প্রচেষ্টা করা হয়। ডিজাইন থিংকিং কয়েকটি ধাপে স... আরও দেখুন

ক্রিয়েটিভ ডিজাইন অভিধাটি আপাতদৃষ্টিতে শিল্পকলা সংশ্লিষ্ট বিষয় মনে হলেও এটি মূলত একধরণের মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। যে কোনো ডিজাইন তখনই ক্রিয়েটিভ হয়ে ওঠে যখন সেটি সহজ, বোধগম্য এবং সার্বজনীন সুবিধা এবং ঐক্য সৃষ্টি করতে পারে। এটি এক ধরণের মনোভঙ্গি, সৃষ্টিশীলতার মাধ্যমে সমস্যা সমাধানের পরিকল্পনা করা ডিজাইন থিংকিং এর মূল প্রতিপাদ্য । এর মাধ্যমে কর্পোরেট সেক্টর এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়নে ও বিভিন্ন সমস্যা সমাধানে সৃষ্টিশীলতা চর্চার প্রচেষ্টা করা হয়। ডিজাইন থিংকিং কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়; প্রথমে সমানুভূতির মাধ্যমে সকল সুবিধাভোগীদের পরিস্থিতি অনুভব করা, এরপর সমস্যার গভীরে গিয়ে তার প্রকৃত কারণসমূহ খুঁজে পর্যালোচনা করা এবং প্রবলেম স্টেটমেন্ট তৈরি করা, তারপর আইডিয়েশন এর মাধ্যমে সমাধানের পথ এবং সমাধানের কৌশল খুঁজে বের করা, পরের ধাপে প্রোটোটাইপিং এর মাধমে সমাধানের মডেল তৈরি করে সেগুলো টেস্টিং এর মাধ্যমে সবশেষে লার্নিং বা অর্জন প্রকাশ করা। যে কোনো সমস্যা সমাধান, জনস্বার্থ রক্ষার উদ্যোগ, পণ্য উদ্ভাবন, বিপণন কৌশল ইত্যাদি নানবিধ কর্মপ্রক্রিয়ায় ডিজাইনারের চিন্তার কৌশল নিবদ্ধ থাকে। আরও সহজ করে বলা যায় ডিজাইন থিংকিং হলো ক্রিয়েটিভ ডিজাইন সেক্টরের একটি জ্ঞানশাখা, এই শাখাটিতে কোনো আইডিয়া বাস্তবায়ন বা সমস্যার সমাধানের ডিজাইন বা পদ্ধতি কেমন হওয়া উচিত সেই চিন্তায় গুরুত্ব আরোপ করা হয় । তাই চিন্তার প্রতিটি স্তরে একজন সৃষ্টিশীল মানুষ সমস্যা সমাধানের পদ্ধতি আবিষ্কারে নিজেকে নিবদ্ধ রাখেন । আর একারণেই এই কোর্সটির নাম ক্রিয়েটিভ ডিজাইন রাখা হলেও মূলত এর প্রায়োগিক ক্ষেত্র ডিজাইন থিংকিং নিয়েই এখানে যাবতীয় আলোচনা করা হয়েছে ।

সাধারণ উদ্দেশ্য

চতুর্থ শিল্পবিপ্লবের দক্ষতায় সমৃদ্ধ করতে এবং তরুণদের (১৮-৩৫ বছর বয়স) শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে ডিজাইন থিংকিংয়ের কৌশলসমূহ অনুশীলনের মাধ্যমে কর্মক্ষেত্রে কীভাবে একটি সমস্যা চিহ্নিত করতে হয়, এর সমাধান অনুসন্ধান করতে হয় এবং সমাধানটি ডিজাইন করতে হয়, তা এই কোর্সের মূল আলোচ্য বিষয়। একজন তরুণের সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তার শোভন কর্মসংস্থান নিশ্চিত করা এবং উদ্যোক্তা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করাই কোর্সটির লক্ষ্য। তাছাড়া, বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীবৃন্দ নিজ নিজ কর্মক্ষেত্রে সমস্যা সমাধানে নিজেকে দক্ষ করতে তুলতে পারবেন। 


প্রশিক্ষণ লিংক
প্রশিক্ষণ সম্পর্কে মন্তব্য করুন
thumbnail

চলমান

কোর্স বিবরণ
প্রশিক্ষণের বিষয়ঃ
ট্রেনিং সময়সীমাঃ
০৪ মার্চ, ২৪ - ৩১ ডিসেম্বর, ২৪
প্রত্যাশিত সময়ঃ
ঘন্টা. ০০ মিনিট.
প্রত্যাশিতঃ
অনলাইন

আরো দেখুন
thumbnail

চলমান

authority

বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট

বিএমটিটিআই কর্তৃক পরিচালিত বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ

BMTTI Gazipur এআগামী ৩ মাস (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) এর প্রশিক্ষণের সময়সূচি।বিএমটিটিআই এ প্রশিক্ষণের আবেদন প্রক্রিয়াঃ প্রশিক্ষণার্থী মনোনয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ খালেদ মহসিন...

প্রশিক্ষণ শুরুর তারিখঃ ০৬ অক্টোবর, ২৪ (অনলাইন/অফলাইন)
বিস্তারিত
thumbnail

চলমান

authority

মনের বন্ধু

স্ট্রেস ম্যানেজমেন্ট শর্ট কোর্স

এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানুন:প্রতিদিন আমরা নানা কারণে স্ট্রেস অনুভব করি। স্ট্রেসের পরিমাণ বাড়লে আমরা কোনো কাজ ঠিক মতো করতে...

প্রশিক্ষণ শুরুর তারিখঃ ২৭ আগস্ট, ২৪ (অনলাইন)
বিস্তারিত
thumbnail

চলমান

authority

মনের বন্ধু

সেলফ কনফিডেন্স শর্ট কোর্স

এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানুন:আত্মবিশ্বাস একজন ব্যক্তিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তবে কখনো কখনো আত্মবিশ্বাস তলানিতে চলে যায়।...

প্রশিক্ষণ শুরুর তারিখঃ ২৭ আগস্ট, ২৪ (অনলাইন)
বিস্তারিত