Loading..

ইফেক্টিভ কমিউনিকেশন ইন সোশ্যাল এন্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট

দৈনন্দিন জীবন এবং কাজের ব্যবহারিক ক্ষেত্রে, “কার্যকর যোগাযোগ” নিছক একটি পছন্দসই দক্ষতা নয়, বরং সাফল্যের জন্য একটি অপরিহার্য হাতিয়ার। ব্যক্তিগত জীবনে ও কর্মক্ষেত্রে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে, মতবিরোধ নিয়ে মনমালিন্য দূর করতে, সুশৃঙ্খল কাজের ধারা তৈরিতে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে এর ব্যবহারিক প্রভাব খুবই স্পষ্ট। ইফেক্টিভ কমিউনিকেশান যেকোন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত এবং পেশাদারী লক্ষ্য নির্ধারণে সহায়তা করে; যার মাধ্যমে যেকোন প্রকল্পে সফলতা অর্জন, সমস্যা সমাধান এবং ইতিবাচক কাজের পরিবেশ সৃষ... আরও দেখুন

দৈনন্দিন জীবন এবং কাজের ব্যবহারিক ক্ষেত্রে, “কার্যকর যোগাযোগ” নিছক একটি পছন্দসই দক্ষতা নয়, বরং সাফল্যের জন্য একটি অপরিহার্য হাতিয়ার। ব্যক্তিগত জীবনে ও কর্মক্ষেত্রে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে, মতবিরোধ নিয়ে মনমালিন্য দূর করতে, সুশৃঙ্খল কাজের ধারা তৈরিতে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে এর ব্যবহারিক প্রভাব খুবই স্পষ্ট। ইফেক্টিভ কমিউনিকেশান যেকোন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত এবং পেশাদারী লক্ষ্য নির্ধারণে সহায়তা করে; যার মাধ্যমে যেকোন প্রকল্পে সফলতা অর্জন, সমস্যা সমাধান এবং ইতিবাচক কাজের পরিবেশ সৃষ্টি হয়। সব মিলিয়ে, কার্যকর যোগাযোগ শুধুমাত্র একটি পুঁথিগত বিদ্যা নয়, বরং দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রে বাস্তব ফলাফল অর্জনের জন্য তাৎপর্যপূর্ণ একটি বাস্তব জ্ঞান। বিশ্বায়ন এবং প্রযুক্তির বিকাশ অব্যাহত থাকায়, স্পষ্টতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে কার্যকর যোগাযোগ করার চাহিদা জব মার্কেটে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।    

যারা কর্মক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়তে চান তাদের জন্যই ইফেক্টিভ কমিউনিকেশান” অনলাইন কোর্স। চতুর্থ শিল্পবিপ্লবের দক্ষতায় পারদর্শিতা অর্জন করতে এবং তরুণদের (১৮-৩৫ বছর বয়স) পেশাগত সফট্ স্কিল অর্জনের মাধ্যমে শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে ইফেক্টিভ কমিউনিকেশন এর কৌশলসমূহের প্রয়োগ ঘটিয়ে ব্যক্তির ভাষা এবং যোগাযোগ দক্ষতার উন্নয়ন ঘটানো এবং তার মতামত প্রকাশ করার আনুষাঙ্গিক দক্ষতা কিভাবে অর্জন করা যায় তা এই কোর্সের আলোচ্য বিষয়। এই কোর্স জুড়ে ইফেক্টিভ কমিউনিকেশনের গুরুত্ব, ভার্বাল ও নন-ভার্বাল কমিউনিকেশনের পাশাপাশি রিটেন ও ভিজুয়াল কমিউনিকেশন নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়াও কমিউনিকেশন স্কিলস যেমন অ্যাকটিভ লিসেনিং, ইনফ্লুয়েন্স স্কিল, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, নেগোসিয়েশন স্ট্র্যাটেজি, কমিউনিকেশনের বিভিন্ন এথিকস্, প্রবলেম সলভিং, এমপ্যাথি, প্রেজেন্টেশন স্কিলস এবং প্রফেশনালিজম ইত্যাদি বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রশিক্ষণ লিংক
প্রশিক্ষণ সম্পর্কে মন্তব্য করুন
thumbnail

সম্পন্ন

কোর্স বিবরণ
প্রশিক্ষণের বিষয়ঃ
ট্রেনিং সময়সীমাঃ
০৬ মার্চ, ২৪ - ৩১ ডিসেম্বর, ২৪
প্রত্যাশিত সময়ঃ
ঘন্টা. ০০ মিনিট.
প্রত্যাশিতঃ
অনলাইন