Loading..

প্রেজেন্টেশন

১৯ এপ্রিল, ২০২০ ০৬:৩২ অপরাহ্ণ

শ্রেণি দ্বিতীয়_বিষয় বাংলা_অধ্যায় ৮_অধ্যায়ের নাম নানা রঙের ফুলফল(আমাদের দেশ..................কাশফুল সাদা)।
img
Kalyan Brata Biswas

সহকারী শিক্ষক

শিখনফলঃ 

শোনাঃ ১। বাক্যে ও শব্দে ব্যবহৃত বাংলা যুক্তবর্ণের ধবনি শুনে মনে রাখতে পারবে। ২। পাঠের অন্তর্গত ছোট ছোট বাক্য শুনে বুঝতে পারবে।

বলাঃ  ১। বাক্যস্থিত শব্দে ব্যবহৃত বাংলা যুক্তবর্ণের ধবনি স্পষ্ট ও শুদ্ধভাবে  বলতে পারবে। ২।পরিচিত ফুল সম্পর্কে বর্ণনা করতে পারবে। 

পড়াঃ   ১। যুক্তব্যঞ্জন পড়তে পারবে।  ২।পাঠ্যপুস্তকের শব্দ শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। ৩। পরিচিত ফুল সম্পর্কে পড়ে বুঝতে পারবে।

লেখাঃ ১) যুক্তবর্ণ ভেঙে লিখতে পারবে। ২) যুক্তব্যঞ্জন ব্যবহার করে শব্দ লিখতে পারবে। ৩) পরিচিত ফুল সম্পর্কে লিখতে পারবে।