Loading..

প্রেজেন্টেশন

১৯ আগস্ট, ২০২০ ১১:০১ পূর্বাহ্ণ

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারনাটি জার্মান অর্থনীতিবিদ হ্যারমান হেনরিখ গোসেন সর্বপ্রথম উল্লেখ করলেও অধ্যাপক মার্শাল এর পরিপূর্ণতা আনেন। অধ্যাপক আলফ্রেড মার্শাল ১8৯০ সালে তার বিখ্যাত গ্রন্থ “Principle of Economics”-এ বলেন, “কোনো বিশেষ দ্রব্যের মজুত বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুত বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে।”