Loading..

ব্লগ

রিসেট

০২ জুলাই, ২০২৪ ০৯:০৬ অপরাহ্ণ

২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি অবৈধ দখলে

বন বিভাগের ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর জমি অবৈধ দখলে রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, দখলকৃত বনভূমি উদ্ধারের কার্যক্রম জোরদার করা হয়েছে। গত মে মাস পর্যন্ত ৩০ হাজার ১৬২ একর বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ মঙ্গলবার বিকেলে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হয়।

স্বতন্ত্র সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, দেশে মোট ৬ হাজার ৮৭৬টি ইটভাটা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ২৪ জুন পর্যন্ত ৬১১টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। ২৫০টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১৫ কোটি ৮ লাখ টাকা।

ডাল উৎপাদন বেড়েছে

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আবদুস শহীদ বলেন, ২০০৮-০৯ অর্থবছরে দেশে ১ লাখ ৯৬ হাজার ৭১ টন ডাল উৎপাদিত হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ১০ লাখ ৮ হাজার ৪৭ টনে উন্নীত হয়েছে।