Loading..

ব্লগ

রিসেট

০২ জুলাই, ২০২৪ ০৯:০৮ অপরাহ্ণ

অ্যান্ড্রয়েডের নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দিয়ে তথ্য চুরি করছে নতুন এক ম্যালওয়্যার

বায়োমেট্রিক প্রযুক্তিসহ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন যাচাইকরণ সুবিধাকে এড়িয়ে তথ্য চুরি করতে সক্ষম নতুন এক ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘প্রমোন’। প্রতিষ্ঠানটির দাবি, ‘স্নোব্লাইন্ড’ নামের ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যেকোনো নিরাপত্তা বলয়কে ফাঁকি দিয়ে স্মার্টফোন ও অ্যাপ থেকে তথ্য চুরি করতে পারে।প্রমোনের তথ্য মতে, স্নোব্লাইন্ড ম্যালওয়্যার ফোনে প্রবেশ করলেও ফোনের সিকিউরিটি স্ক্যানারসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা তা শনাক্ত করতে পারে না। এমনকি ম্যালওয়্যারটি অ্যাপের যাচাইকরণ পদ্ধতিও ফাঁকি দিতে পারে। এর ফলে গোপনে ফোনে প্রবেশ করার পর যেসব অ্যাপে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো থেকে তথ্য সংগ্রহ করতে থাকে অ্যাপটি।ম্যালওয়্যারটি সংক্রমণের পরও ফোন বা অ্যাপে কোনো অসামঞ্জস্যপূর্ণ কার্যক্রম শনাক্ত করা যায় না। ফলে ব্যবহারকারী বুঝতেও পারেন না তাঁদের ফোনে ম্যালওয়্যার প্রবেশ করেছে। এর ফলে দীর্ঘদিন বিভিন্ন অ্যাপ ও স্মার্টফোন থেকে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে ম্যালওয়্যারটি।ম্যালওয়্যারটির কারণে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। আর তাই ক্ষতিকর ম্যালওয়্যারটি থেকে নিরাপদ থাকতে অপরিচিত প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ বা কনটেন্ট (আধেয়) না নামানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া অবিশ্বস্ত উৎস থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতেও বলেছেন তাঁরা।

সূত্র: নিউজ ১৮ ডটকম