Loading..

প্রকাশনা

২০ জুন, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ

ডেঙ্গি জ্বরের লক্ষণ, কী করবেন? যুগান্তর ডেস্ক

বর্ষা মৌসুমে ডেঙ্গির দাপট দেখা যায়। এডিস এজিপটাই এডিস এলবোপিক্টাস প্রজাতির স্ত্রী-মশা রোগের প্রধান বাহক হিসাবে কাজ করে। এই রোগে সবচেয়ে বড় ঝুকি হচ্ছে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যরাও দ্রুত আক্রান্ত হয়।

বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইমপালস হাসপাতালের নাক, কান গলারোগ বিশেষজ্ঞ এবং সার্জন অধ্যাপক ডা. জাহির আল-আমিন। 

রোগের লক্ষণ : লক্ষণ রোগতত্ত্বের ভিত্তিতে ডেঙ্গিজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-

* সাধারণ ডেঙ্গিজ্বর

* রক্তপাতসহ ডেঙ্গিজ্বর।

সাধারণ ডেঙ্গিজ্বর :

* হঠাৎ তীব্র জ্বর, যা সাধারণত দুই থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয়।

* জ্বরের সময় পুরো গায়ে কিংবা গায়ের অংশবিশেষে লাল লাল ফুসকুড়ি তৈরি হয়।

* তীব্র মাথাব্যথা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি