Loading..

প্রকাশনা

০২ আগস্ট, ২০২৩ ০১:১২ অপরাহ্ণ

জাতির পিতার স্বপ্ন এবং ভিশন ২০৪১ লেখক: মো. মাইনুল ইসলাম প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
img
MD MAINUL ISLAM

সিনিয়র শিক্ষক

২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধিশালী দেশের কাতারে শামিল হওয়া সরকারের চূড়ান্ত লক্ষ্য। লক্ষ্য অর্জনে চারটি বিষয় বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। এগুলো হচ্ছে) জিডিপিসহ মাথাপিছু জাতীয় আয়ের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, ) উচ্চতর আয়ের সুফল সাবর্জনীন করা, ) টেকসই পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা এবং ) সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাইন্ডসেট পরিবর্তনের আহŸান জানিয়ে জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের কার কোন জায়গায় কাজ করার সুযোগ আছে, তার একটি সুনির্দিষ্ট ক্যানভাস তৈরি করতে হবে এবং প্রত্যেকের কাজগুলোর মধ্যে সমন্বয় রাখতে হবে। আমরা বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত এবং প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানুষ তৈরি করতে চাই। যাদেরকে মানবিক সৃজনশীল হতে হবে। হার্ডওয়্যার, সফটওয়্যার হিউম্যানওয়ারকে একসাথে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বলেন, হার্ডওয়্যার, সফটওয়্যার হিউম্যানওয়ার তিনটির একসাথে মিললেই বিজয়ী হওয়া সম্ভব। এর মধ্যে হিউম্যানওয়ার তথা মানুষকেই আসল ভূমিকা পালন করতে হবে অন্যথায় সব প্রযুক্তি থাকা সত্তে¡ তার যথাপোযুক্ত ব্যবহার সম্ভব হবে না। আর একজন সত্যিকারের মানুষ তৈরির জন্য তাদেরকে কেবল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুললেই হবে না তাদেরকে মানবিক মানুষ হিসেবেও তৈরি করতে হবে। জাতির জনকের সোনার বাংলা গড়ে তোলার জন্যে এখন প্রয়োজন বর্তমান সরকারকে সকল ক্ষেত্রে সহযোগিতা করা। আর সরকারের প্রয়োজন সকল স্তরের মানুষের সহযোগিতা সমৃদ্ধশালী এক বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে আমাদের সহযাত্রী হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তারই পদ্মাকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের রোলমডেল এগিয়ে যাচ্ছে। আজ এই শুভক্ষণে মহান নেতার রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুখশান্তি উজ্জ¦ ভাবিষ্যতের প্রত্যাশা করছি। মুজিব মানে শক্তি , মুজিব মানবতার মুক্তি, শেখ মুজিবের সাহস দেশপ্রেম বুকে লালন করে সকলেই সমস্বরে বলি- জয় হোক মানবতার- জয় বাংলা- জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।

লেখক: মোঃ মাইনুল ইসলাম, বেসিক ফাউন্ডেশন ইংলিশ গ্রামারের লেখক, গবেষক সিনিয়র শিক্ষক , ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, রংপুর।

আরো দেখুন