Loading..

প্রকাশনা

০৮ এপ্রিল, ২০২০ ১১:১৪ অপরাহ্ণ

** লাল সবুজের দেশ***

** লাল সবুজের দেশ***
           লেখক--- মহিউদ্দীন

শষ্মশ্যামল ঘেরা মোদের
লাল সবুজের দেশ।
তোমার গর্ভে জন্ম মাগো
ধন্য হয়েছি বেশ।
তোমার গর্ভে আছে যাহা
সার্বাঙ্গে সজ্জীকরণ।
ঘন সবুজ গাছপালায় ছাওয়া
নদী অববহিকা ভরা।
সর্বদিকে সর্ববিষয়ে ব্যাপক দেখি
বহু সন্তান প্রসূ কৃষি ভূমি।
শৈবলিনীর ইলিশের সুস্বাদ
জন্মদাত্রীও তুমি।
পতিত ভূমি দেখিনা মাগো
তোমার গর্ভাশয়ে।
ফাল্গুন মাসের ফুলে ও ফসলে
ঝলমল করে লাবন্য।
রৌদ্রতপ্ত চৈত্রে তুমি
চাতক পাখির চাহনি।
বৈশাখে কাদা মাটি জলে
ফসল ফলান কৃষাণ।
আম কাঁঠালের মধুর গন্ধে
জৈষ্ঠে মাতাও ধরনী।
আষাড় মাসের ধরাধর দেখে
বিজলি মেয়ে হাঁসে।
শ্রাবন মাসের থৈ থৈ জলে
অঙ্গজ ভেলা ভাসায়।
শাপলা শালুক কুড়িয়ে কুড়িয়ে
শরতে নিয়ে যায় ঝিয়ারী।
কার্তিক মাসে ঘাসের ডগাই
জমে শিশির বিন্দু।
অগ্রহণ মাসে ধানের গন্ধে
ভরে যায় কৃষাণের গোলা।
তুমি যা জন্ম দিয়েছ মাগো
দেখে নয়ন ভরে।
তুমার কন্ঠ বাংলায় ভরা
তাইতো কথা বাংলায় বলি।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি