Loading..

প্রকাশনা

১৭ মার্চ, ২০২১ ০৩:১০ অপরাহ্ণ

বন্ধুর সংগ্রহে আমার গল্প
এলেবেলে ৩২ ঃ
-------------------
প্রিয় পাঠক,
সীতাকুণ্ড ডিগ্রী কলেজের '৮৫ ব্যাচ সায়েন্সের মাত্র
যে পাঁচজনকে নিয়ে এপর্যন্ত লিখলাম তারা ছাড়াও অন্যরা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
সবাইকে নিয়েই বিশদ লিখার মত প্রত্যেকেই। অনেকের মধ্যে তিনজন ঃ
১) ডাঃ সালাউদ্দিন, চিকিৎসক, সউদী আারবে কর্মরত
২) মোঃ ইসহাক, প্রধান শিক্ষক, বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যা
৩) আদিনাথ চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক,
মসজিদ্দা উচ্চ বিদ্যালয়
তবে আজ বিশদ লিখব একজনকে নিয়ে.......
" শিক্ষার মান উন্নয়ন ও আদর্শগত শিক্ষার মাধ্যমে দেশের কাংখিত লক্ষ্য অর্জন এবং লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়কে আদর্শ ও যোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা আমার লক্ষ্য" ।
- লোকমান মিয়া
মান্দারীটোলা গ্রামের কৃতি সন্তান, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের '৮৩ ব্যাচ (শাহজাহান হাফেজ ভূঁইয়া, দিদারুল আলম, ইসমাইল হোসেন, সেলিম ও রেহানাসহ অনেকের স্কুলসাথী) এবং সীতাকুণ্ড ডিগ্রী কলেজের '৮৫ ব্যাচ সায়েন্সের আমাদের সহপাঠী ঃ
নাম ঃ মো: লোকমান মিয়া (লোকমান মাষ্টার)
পিতা ঃ মৃত সফি উল্লাহ
বাড়ি ঃ বানিয়া বক্সের বাড়ি / লোকমান মাষ্টার বাড়ি
শিক্ষার আলো ছড়িয়ে আলোকিত আমাদের এ বন্ধু সীতাকুণ্ড উপজেলায় ৫ বার শ্রেষ্ঠ শিক্ষকের সন্মান পান। বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকা কালীন (১৯৭৮ হতে ১৯৮২ ) প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় আদিনাথ দাসের নিকট থেকে প্রতি বছরই বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মেধা পুরষ্কার , শ্রেষ্ঠ উপস্থিতি পুষ্কার এবং সৎ চরিত্রের জন্য পুরষ্কার পেত।
লোকমান মাস্টারের স্বীকৃতি/সম্মাননা ঃ
--------------------------------------------------------
Best Scout Teacher(আনোয়ারা উপজেলা) >১৯৯৮
Thana Scout Leader( আনোয়ারা থানা)> ১৯৯৭
শ্রেষ্ট শিক্ষক (BSB Foundation Award) > ২০০৮
শ্রেষ্ট শিক্ষক( BSB Foundation Award) > ২০০৯
শ্রেষ্ট প্রধান শিক্ষক (সীতাকুণ্ড উপজেলা) > ২০১৬
শ্রেষ্ট প্রধান শিক্ষক (সীতাকুণ্ড উপজেলা) > ২০১৮
মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড-২০১৯
শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড- ২০১৯
কর্মজীবন ঃ
----------------
১) ১৯৯০ সালে আনোয়ারা উপজেলায় তৈলারদ্বীপ এ .আলী উচ্চ বিদ্যালয়ে ভা.প্রা. প্রধান শিক্ষক
২) ১৯৯৯ সালে বোয়াল খালীর হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ে সহ: প্রধান শিক্ষক,
৩) ২০০২ সালে পটিয়া উপজেলাস্থ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক,
৪) ২০০৪ সালে রামগড় পৌর সভার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক.
এবং
৫) ২০০৬ সাল হতে অদ্যাবধি সীতাকুণ্ড উপজেলায় ঐতিহ্যবাহী লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন
ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নিজের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা দিতে তিনি বিভিন্ন কমিউটার প্রশিক্ষণ গ্রহন করেন। কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম, ডিজিটাল কন্টেন্ট তৈরী, Program Based Learning (বৃটিশ কাউন্সিল), ICT for International Exchange (Online Course), International Learning Get Started (Online Course) এ ছাড়াও তিনি পেশাগত প্রশাসনিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহন করেন। ই মেইলিং, ফ্রি ওয়েব সাইট তৈরী সহ কম্পিউটরের বিভিন্ন প্রোগ্রামের কাজে তাঁর দক্ষতা রয়েছে।
তাঁর নেতৃত্বে বিজ্ঞান মেলা-২০১৭ তে লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান মেলায় প্রজেক্ট উপস্থাপনায় প্রথম স্থান এবং বিজ্ঞান অলিম্পিয়ার্ডে ও প্রথম স্থান অর্জনসহ মোট ৪ টি পুরস্কার লাভ করে।
২০১৭ সালে জাতীয় সংগীত প্রতিযোগিতায় সীতাকুণ্ড উপজেলায় ২য় স্থান
বিজ্ঞান মেলা-২০১৮ তে লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান মেলায় প্রজেক্ট উপস্থাপনায় ২য় স্থান লাভ করে।
২০১৬ ও ২০১৭ সালে উপজেলায় মেয়েদের ক্রিকেট ও ফুটবলে রানার্স আপ
এবং
২০১৭ ও ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন- উপলক্ষে সীতাকুণ্ড উপজেলায় লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিল্যালয় দুইবার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হলো।
একজন যোগ্য নেতা লোকমানঃ
-----------------------------------------
১) সহ সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি,চট্টগ্রাম
উত্তর জেলা
২) সম্পাদক, চট্টলা ইসলামী মাল্টি পারপাস কো
অপারেটিভ সোসাইটি
৩) সাধারণ সম্পাদক, মান্দারীটোলা তা'লীমুল
কোরআন মাদরাসা
৪) সহ সাধারণ সম্পাদক, মান্দারীটোলা ঈদগাহ
শিক্ষকতার পাশাপাশি তিনি প্রবন্ধ, কবিতা, ছড়া,গল্প লেখে সময় কাটান বিভিন্ন প্রকাশনায় তাঁর লেখা প্রকাশিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির স্মারক গ্রন্থ “তূয”, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় পূণর্মিলনীর ষাটবর্ষ স্মারক গ্রন্থ প্রকাশনায় সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও লিখেছেন - বুদ্ধিজীবী দিবস পালন
মুজিব শতবর্ষ, মুজিব শতবর্ষ -এর ছোঁয়ায়, মানসম্মত শিক্ষা : প্রেক্ষাপট বাংলাদেশ, শুভ জন্মদিন শেখ রাসেল সহ বেশ কিছু লিখা।
তোমার অবদানে আমরা সীতাকুণ্ড ডিগ্রী কলেজের '৮৫ ব্যাচ সায়েন্সের বন্ধুরা, তোমার স্কুল, কলেজ, এলাকা এবং সীতাকুন্ড গর্বিত।
ভালো কাজ করে যাও বন্ধু। ছড়িয়ে যাও শিক্ষার অালো.......

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি