Loading..

ব্লগ

রিসেট

০৯ মে, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ণ

ই-কমার্স হলো শিক্ষিত লোকের জায়গা।

ই-কমার্স হলো শিক্ষিত লোকের জায়গা,এখানে আপনার একাডেমিক সার্টিফিকেট এর পাশাপাশি দক্ষতা ও অর্জন করতে হবে টিকে থাকার জন্য।

আবার এমন হাজারো উদাহরণ রয়েছে যাদের কোন একাডেমিক সার্টিফিকেট নেই কিন্তু তারা তাদের জীবনে সফলতা পেয়েছেন শুধু মাত্র দক্ষতার জোরে।

একটা সময় পর একাডেমিক সার্টিফিকেট যেমন আপনি চাইলেও অর্জন করতে পারবেন না ঠিক তেমনি একটা সময় পর তা আর কাজেও লাগে না কিন্তু দক্ষতা অর্জন করতে পারলে তা আপনার কাজে লাগবে সারাজীবন।

অনেকেই অনলাইন বিজনেস বলতে ছবি তুললাম আর সেল হলো এটা ভাবেন কিন্তু আসলে কিন্তু তা নয়, তার জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে।

শেখার কি আছে???

আমরা একাডেমিক পড়াশোনা শেষ করে ও পড়াশোনা করি কারন একটা ভালো চাকরি মানে প্রচুর পড়াশোনা করতে হবে।

তাহলে বিজনেস করতে গেলে পড়াশোনা করতে হবে না কেন???

নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে নিজের প্রতি আত্মবিশ্বাস টা অনেক বাড়িয়ে দেয় যা আপনাকে যে কোন কাজে সফলতা এনে দিবে।